প্রশ্ন-16.1 একটা ভালো রেজুমির পাঁচটা বৈশিষ্ট্য কী কী?
এই চ্যাপ্টার ঠিক মতো পড়ে থাকলে তুই এইটার উত্তর দিতে পারার কথা। যদি না পারস তাহলে এই চ্যাপ্টার আরেকবার পড়।
প্রশ্ন-16.2 তোর নিজের জন্য একটা রেজুমি তৈরী কর।
তোর রেজুমিটা কোন সিনিয়র ভাইয়া বা কোন স্যারকে দেখিয়ে ফিডব্যাক নিবি। আর কাউকে খুঁজে না পাইলে ফিডব্যাক দেয়ার পাওয়ার জন্য jhankar.mahbub@gmail.com কে ইমেইল করে দে।
প্রশ্ন-16.3 এই রেজুমিটা আরো ভালো আরো প্রফেশনাল করার জন্য তোর কি কি করা উচিত?
যে যে স্কিল ডেভেলপ করা উচিত। বা কোন কোন জিনিস শেখা উচিত সেগুলার একটা লিস্ট বানিয়ে নিচে কমেন্ট কর।