পেদানি খাইতে খাইতে এখনও বেশিরভাগ জিনিস আপলোড করার সময় বের করতে পারেনি। তবে একটু একটু করে ফেলবো, ইনশাল্লাহ।
নতুন ভিডিও বা লেকচার আপলোড হলে ইমেইল পেতে রেজিস্ট্রেশন করো এইখানে
প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন সম্পর্কে ঝকঝকে ধারণা প্রথম লিংক, হাবলুদের প্রোগ্রামিংয়ের বই বা ভিডিও থেকে নিতে পারো
একদম প্রাথমিকভাবে ডাটা স্ট্রাকচার কি জিনিস এবং দুইটা ডাটা স্ট্রাকচার কিভাবে কাজ করে সেটার উপর ধারণা থাকতে হবে।
প্রোগ্রামিং করার সময় বিভিন্ন জিনিস কিভাবে বানায় সেটা বুঝার জন্য অবজেক্ট এবং ক্লাস বুঝা খুবই গুরুত্বপূর্ণ।
হ্যাশ টেবিল খুবই গুরুত্বপূর্ণ। এইটার কোডিং ভালো করে প্রাকটিসি করতে হবে। লিংকডলিস্ট সম্পর্কে ধারণা রাখলেই চলবে।
প্রোগ্রামিংয়ের একটা বড় অংশ অ্যালগরিদম। নিচের দুইটা অ্যালগরিদম ভালো করে তামা তামা করে ফেলতে হবে।
ট্রি একটা উঁচু লেভেলের ডাটা স্ট্রাকচার। এইটা সম্পর্কে হালকা পাতলা ধারণা রেখে, দুই একটা কথা বলার মতো কনফিডেন্স পাইলেই আপাতত চলবে।
এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে কোম্পনি কাজ করে। কিভাবে সফটওয়্যার বানানো হয়। এবং অবশ্যই নিজে নিজে প্রাকটিস করা লাগবে।
এইগুলা সম্পর্কে হালকা আইডিয়া থাকলে ভালো। তবে খুব বেশি পেঁচাপেঁচি করা লাগবে না।
এইটা হচ্ছে আসল স্টেপ। এইটার পিছনে কাঁঠালের আঠার মতো লেগে থাকতে হবে।
এইটা হচ্ছে চাকরিতে ভালো করার স্টেপ। এইখানে একটু সিরিয়াস হলে ক্যারিয়ার সেটেল হয়ে যাবে।
আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়