for লুপ ডাকবে সালিশ

যে লুপ for দিয়ে লেখা হয় সেটাই for লুপ

নিজে নিজে কর

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

৮.১: for লুপ দিয়ে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো সংখ্যা আউটপুট হিসেবে

৮.২: for লুপ দিয়ে 36 থেকে 63 পর্যন্ত সবগুলো সংখ্যা আউটপুট হিসেবে দেখা।

৮.৩: এখন 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যার যোগ করার জন্য একটা for লুপ লিখ।

আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়