Variable বুঝলে, হবে না পয়সা ব্যয়

Variable হচ্ছে আধা কেজি চালের দাম

নিজে নিজে কর

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

২.১: এমন একটা জিনিসের নাম লেখ, যেটার মান ভ্যারি করে বা পরিবর্তিত হয়। চালের দাম, ডালের দাম বাদ দিয়ে অন্য আরেকটা লিখ।

২.২: ক্রিকেট খেলার মধ্যে এমন একটা জিনিস খুঁজে বের কর, যেটার মান ভ্যারি করে বা পরিবর্তিত হয় । যেহেতু মান ভ্যারি করে সেহেতু এটা একটা ভেরিয়েবল হবে।

২.৩: এক হালি ডিমের দাম সবসময় এক থাকে না। ভ্যারি করে বা পরিবর্তিত হয়। সেজন্য এক হালি ডিমের দাম একটা ভেরিয়েবল। এখন এক হালি ডিমের দাম জানার জন্য ‘ডিমের দাম’ (dimerDam) নামে একটা ভেরিয়েবল লেখ এবং সেটার মান সেট কর।

২.৪: তোর ওজন সবসময় একই থাকে না। দাওয়াতে গিয়ে গলা পর্যন্ত খেলে ওজন বেড়ে যায়। আবার এক বেলা খাওয়া মিস করলে ওজন কমে যায়। তাই তোর ওজন একটা ভেরিয়েবল। এখন তোর ওজন কত কেজি সেটা জানার জন্য একটা ভেরিয়েবল লেখ। এই ভেরিয়েবলের নাম দে ওজন (weight) তারপর সেটার মান সেট কর।

আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়