function বুঝবে না- কোনটা বউ কোনটা শালী

function মানে ঝালমুড়ি মিক্স করা

নিজে নিজে কর

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

১০.১: দুইটা সংখ্যা গুন করার একটা function লিখ। সেই ফাংশনে দুইটা ইনপুট নিবি তারপর সেই দুইটা ইনপুটকে গুন করে গুনফল একটা ভেরিয়েবলে রাখবি। শেষমেষ গুনফলটা return করে দিবি।

১০.২: তিনটা সংখ্যা যোগ করার একটা ফাংশন লিখ। যেহেতু তিনটা সংখ্যা যোগ করতে চাস, সেহেতু তিনটা ইনপুট ভেরিয়েবল নিবি। তারপর ফাংশনের ভিতরে সেই তিনটা ইনপুট ভেরিয়েবল যোগ করবি। বাকিটা তোর মাথা খাটিয়ে লিখে ফেল।

আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়