প্রথমবার ভেরিয়েবল লিখতে var লাগে
নিজে নিজে কর
৩.১: কলার দাম (kolarDam) নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কর এবং সেটার মান সেট কর।
৩.২: পাউরুটির দাম (breadPrice) নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার কর এবং সেটার মান সেট কর।
৩.৩: এখন কলার দাম আর পাউরুটির দাম মিলে কত টাকা হয় সেটা console.log লিখে আউটপুট হিসেবে দেখা।
আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়