String এর তালে নাচবে গরু গোয়ালে

String টাইপের মান লিখতে ডাবল কোটেশন লাগে

নিজে নিজে কর

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

৪.১: গার্লফ্রেন্ডের নাম (girlFriendName) নামে একটা ভেরিয়েবল লিখে তার মান সেট কর। গার্লফ্রেন্ডের নাম অবশ্যই পেন্সিল দিয়ে লিখবি যাতে সাথে সাথে মুছে ফেলতে পারিস। অন্য কেউ দেখে ফেললে তোর আম্মুকে বলে দিবে।

৪.২: প্রিয় খাবার (favoriteFood) নামে একটা ভেরিয়েবল লিখ এবং সেটার মান সেট কর।

৪.৩: কোক খাবি (cokeKhabi) নামে একটা ভেরিয়েবল লিখ এবং সেটার মান সেট কর।

আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়