হাবলুদের জয় হবেই হবে
This page is not complete
Other Programming languages: পাইথন, JavaScript, C, Java
আপনার নিজের কিছু সম্পদ আছে যেমন-ল্যাপটপ, মোবাইল ইত্যাদি। আপনি আবার উত্তরাধিকার সূত্রে আপনার পরিবার থেকে থাকার জায়গা (বাসা) পেয়ে থাকেন। যদিও বাসাটা আপনার না, তারপরেও আপনি উত্তরাধিকার সূত্রে সেই বাসা ব্যবহার করতে পারেন। এইটাই Inheritance বা উত্তরাধিকার।
আপনার বাসায় যে ময়লা নিতে আসে তাকে কিন্তু বাসার ভিতরে ঢুকতে দেন না। সে জানে না বাসার কোথায় কিভাবে ময়লা রাখা হয়। তারমানে বাসার ভিতরে ময়লা রাখার পদ্ধতি তার কাছে লুকানো বা Encapsule করা। তার সেটা জানার দরকারও নাই। খালি- ময়লা বলে ডাক দিলে, ময়লা দিয়ে গেলেই হলো। বাইরের মানুষের কাছ থেকে ভিতরের জিনিস লুকানোকেই Encapsulation বলে।
আপনার আব্বু অফিস থেকে ফিরে এসে যদি বলে- এই টেবিলে পানি নাই। অনেক সময় আপনার আম্মু এসে পানি দিয়ে যায়। আবার কখনো কখনো আপনাদের বাসার কাজের লোক এসে পানি দিয়ে যায়। কালেভদ্রে আপনার ছোটবোনও টেবিলে পানি রেখে যায়। এখন কে পানি দিয়ে যাচ্ছে সেটা আপনার আব্বুর কাছে মুখ্য না। যখন যে আছে সে করে দিলেই হবে। তারমানে পানি দিয়ে যাওয়ার কাজটা অনেকেই করতে পারে। এইটাই অনেকটা Polymorphism এর মত।
আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়