নিজে নিজে কর

উপরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো। যদি না পাও তাহলে নিচের Show Answer বাটনে ক্লিক করো। না বুঝতে পারলে নিচে কমেন্ট করো।

প্রশ্ন 17.1 - কোন একটা জবের সাইট যেমন bdjobs দেখে দেখে মিনিমাম পাঁচটা চাকরি ঠিক কর যেগুলাতে তোর এপ্লাই করা উচিত।

উত্তরঃ

যে পাঁচটা জব সিলেক্ট করছস সেগুলার পজিশনের নাম কী কী নিচে কমেন্ট কর।

প্রশ্ন 17.2 - প্রথম যে জবটা টার্গেট করছস সেটার জন্য তোর রেজুমিটা আপডেট কর। তারপর এপ্লাই করে দে।

উত্তরঃ

এমনভাবে রেজুমি আপডেট করবি এবং নিজেকে ডেভেলপ করবি যাতে ওরা যে যে কোয়ালিফিকেশন চাইছে তার কমপক্ষে ৮০% জিনিস তোর রেজুমিতে থাকবে।

প্রশ্ন 17.3 - তুই যে জবের জন্য টার্গেট করছস সেখানে কি কি ধরণের প্রশ্ন করতে পারে। সেটা রিসার্চ করে, লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে বের কর।

উত্তরঃ

যে যে প্রশ্ন করতে পারে সেগুলা নিচে কমেন্ট কর। এই স্টেপ খুবই ইম্পর্টান্ট। এইভাবে ধরে ধরে প্রিপারেশন নিতে হবে। খালি ফকির স্টাইলে ইন্টারভিউ দিতে চলে গেলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে না।

Chapters

হাবলু কপি কালেক্ট করো

বলদ টু বস কালেক্ট করো