নিজে নিজে কর

উপরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো। যদি না পাও তাহলে নিচের Show Answer বাটনে ক্লিক করো। না বুঝতে পারলে নিচে কমেন্ট করো।

প্রশ্ন-18.1 কোন কোম্পানির ইন্টারভিউতে কি কি প্রশ্ন করছে সেগুলা কোন কোন ওয়েবসাইটে পাওয়া যায়?

উত্তরঃ

এই চ্যাপ্টার ঠিক মতো পড়ে থাকলে তুই এইটার উত্তর দিতে পারার কথা। যদি না পারস তাহলে এই চ্যাপ্টার আরেকবার পড়।

প্রশ্ন-18.2 প্রোগ্রামিংয়ের ইন্টারভিউতে একটা প্রবলেম সলভিং টাইপের প্রশ্নের উত্তর দেয়ার জন্য কোন পাঁচটা জিনিস মনে রেখে ধাপে ধাপে উত্তর দিতে হয়?

উত্তরঃ

এই চ্যাপ্টার ঠিক মতো পড়ে থাকলে তুই এইটার উত্তর দিতে পারার কথা। যদি না পারস তাহলে এই চ্যাপ্টার আরেকবার পড়।

প্রশ্ন-18.3 তোকে যদি ইন্টারভিউতে Tell me about yourself জিজ্ঞেস করে। তাহলে তুই কি উত্তর দিবি?

উত্তরঃ

এই প্রশ্নের ভালো উত্তর না জানলে এই লিংক থেকে দেখে ফেল। তারপর তোর উত্তর ঠিক করে। মোবাইলে অডিও রেকর্ড করে করে বলবি। তারপর শুনবি। এইভাবে কয়েকবার রেকর্ড করলে তোর উত্তর একটু নরমাল হবে। আগে থেকে ভালো করে প্রাকটিস করে না গেলে ইন্টারভিউতে গিয়ে আমতা আমতা করতে করতে ১০ মিনিট পার করে দিবি।

Chapters

হাবলু কপি কালেক্ট করো

বলদ টু বস কালেক্ট করো