নিজে নিজে কর

উপরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো। যদি না পাও তাহলে নিচের Show Answer বাটনে ক্লিক করো। না বুঝতে পারলে নিচে কমেন্ট করো।

প্রশ্ন-13.1 কোন একটা স্কুলের স্টুডেন্ট, টিচার, কী কী কোর্স, পরীক্ষা, রেজাল্ট, কবে কবে ক্লাসে আছে সেগুলার ডাটা রাখার জন্য একটা ডাটাবেজ তৈরি করলে সেখানে কী কী টেবিল লাগবে। সেগুলা কাগজে লিখে লিখে একটা ডাটাবেজ ডায়াগ্রাম তৈরি কর।

উত্তরঃ

আমি চাই তুমি এইটা নিজে নিজে ট্রাই করো। দরকার হলে পাঁচ ছয়দিন সময় নিয়ে ঘাটাঘাটি করে কিছু একটা বানাও। তারপরে আমাকে ইমেইল করে দাও jhankar.mahbub@gmail.com । তখন তোমার আর্কিটেকচার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো।

প্রশ্ন-13.2 গাড়ি ঠিক করার গ্যারেজে, কবে কোন গাড়ি ঠিক করতে আসছে, ঠিক করতে কত টাকা লাগবে, কাস্টমারের ঠিকানা এইসব রাখার জন্য ডাটাবেজে কী কী টেবিল লাগবে সেটাও কাগজে লিখে লিখে একটা ডাটাবেজ ডায়াগ্রাম তৈরি কর।

উত্তরঃ

এইটাও তুমি নিজে নিজে করার ট্রাই করো। দরকার হলে পাঁচ ছয়দিন সময় নিয়ে ঘাটাঘাটি করো। ফ্রেন্ড বা সিনিয়র কোন ভাইয়া-আপুর সাথে ডিসকাস করো। কিছু একটা বানাও। তারপরে আমাকে ইমেইল করে দাও। তখন তোমার আর্কিটেকচার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো।

প্রশ্ন-13.3 বাসের টিকেট বিক্রি করবে এমন একটা সফটওয়্যার এর জন্য কি কি টেবিলে লাগবে। কি কি মডিউল লাগবে এমন একটা আর্কিটেকচার ডায়াগ্রাম এঁকে ফেল।

উত্তরঃ

এইটাও তুমি নিজে নিজে করার ট্রাই করো। দরকার হলে পাঁচ ছয়দিন সময় নিয়ে ঘাটাঘাটি করো। ফ্রেন্ড বা সিনিয়র কোন ভাইয়া-আপুর সাথে ডিসকাস করো। কিছু একটা বানাও। তারপরে আমাকে ইমেইল করে দাও। তখন তোমার আর্কিটেকচার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো।

Chapters

হাবলু কপি কালেক্ট করো

বলদ টু বস কালেক্ট করো