নিজে নিজে কর

উপরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো। যদি না পাও তাহলে নিচের Show Answer বাটনে ক্লিক করো। না বুঝতে পারলে নিচে কমেন্ট করো।

প্রশ্ন-12.1 তুই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছস সেটা দিয়ে কিভাবে ডাটাবেইজে কানেক্ট করতে হয়। স্যাম্পল কোড গুগলে সার্চ দিয়ে খুঁজে বের কর।

উত্তরঃ

এইটা যেহেতু যে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে সেটার উপর নির্ভর করবে। তাই সেই অনুসারে গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করে নিচে কমেন্ট করো।

প্রশ্ন-12.2 ডাটাবেজে কোন একটা তথ্য আপডেট করার কোয়ারি কিভাবে লেখা হয়।

উত্তরঃ

UPDATE Result SET marks = 92 WHERE id = 2

UPDATE Result SET marks =79 WHERE subject = "physics" and studentId = 1
                                                

প্রশ্ন-12.3 Primary key আর Foreign Key কি জিনিস?

উত্তরঃ

ব্রো, এইটা গুগল করো। তারপর নিজের মতো করে নিচে কমেন্ট করো। যতো লেখার চেষ্টা করবে তোমার কনসেপ্ট ততো ক্লিয়ার হবে

Chapters

হাবলু কপি কালেক্ট করো

বলদ টু বস কালেক্ট করো