প্রশ্ন-14.1 একাধিক লাইনের কমেন্ট কিভাবে লিখে?
উত্তরঃ
এই চ্যাপ্টার একটু খেয়াল করলেই তো তার এই উত্তর জানার কথা।
তো show Answer এ ক্লিক করছস ক্যা?
প্রশ্ন-14.2 তোর মোবাইলে কত টাকা ব্যালেন্স আছে সেটা জানার জন্য তুই যদি একটা ফ্যাংশন লিখস, সেই ফাংশনের নাম কি দিবি?
উত্তরঃ
getBalance অথবা getCurrentBalance এই টাইপের কোন নাম দিতে পারস
প্রশ্ন-14.3 দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করার জন্য তুই যদি একটা ফাংশন লিখ। তারপর সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা টেস্ট করার জন্য একটা ইউনিট টেস্ট লিখ।
অনেকগুলা ইউনিট টেস্ট লিখতে পারস। তারমধ্যে নিচের মতো কয়েকটা ইউনিটি টেস্ট লিখতে পারস
১. একটা পজিটিভ সংখ্যা আরেকটা নেগেটিভ সংখ্যা দিয়ে দেখবি যে ঠিক মতো দেয় কিনা
২. একটা শূন্য আরেকটা নেগেটিভ সংখ্যা দিয়ে দেখবি ঠিকমতো কাজ করতেছে কিনা
৩. একটা অনেক বড় সংখ্যা আরেকটা ছোট একটা সংখ্যা দিয়ে দেখবি ঠিকমতো কাজ করতেছে কিনা