নিজে নিজে কর

উপরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো। যদি না পাও তাহলে নিচের Show Answer বাটনে ক্লিক করো। না বুঝতে পারলে নিচে কমেন্ট করো।

প্রশ্ন-10.1 Student নামে একটা টেবিল তৈরি কর। যেখানে স্টুডেন্টের রোল নং, নাম, বয়স নামে তিনটা কলাম থাকবে। সেটার জন্য একটা কোয়েরি লিখ।

উত্তরঃ

CREATE TABLE Student (id int AUTO_INCREMENT PRIMARY KEY, 
 name varchar(25),  age int); 
                                           
                                                

প্রশ্ন-10.2 তোর Student নামক টেবিলে তিনটা রো ডাটা যোগ করার কোয়েরি লিখ।

উত্তরঃ

INSERT INTO Student (name, age) VALUES ("Gorom Ali", 18);
INSERT INTO Student (name, age) VALUES ("Norom Hossain", 16);
INSERT INTO Student (name, age) VALUES ("Chorom Ullah", 17);
                                                

প্রশ্ন-10.3 Result নামে একটা টেবিল ডিক্লেয়ার কর যেখানে স্টুডেন্ট নং, সাবজেক্টের নাম এবং প্রাপ্ত নম্বরের জন্য তিনটা কলাম থাকবে। তারপর সেই টেবিলে তিনটা ডাটা যোগ কর।

উত্তরঃ

CREATE TABLE Result (id int AUTO_INCREMENT PRIMARY KEY, 
    studentId int, subject varchar(25),  marks double); 


INSERT INTO Result (studentId, subject, marks) VALUES (1, "physics", 86);
INSERT INTO Result (studentId, subject, marks) VALUES (1, "chemistry", 76);
INSERT INTO Result (studentId, subject, marks) VALUES (2, "physics", 91);
INSERT INTO Result (studentId, subject, marks) VALUES (2, "chemistry", 87);
                                            
                                                

Chapters

হাবলু কপি কালেক্ট করো

বলদ টু বস কালেক্ট করো