নিজে নিজে কর

অ্যাপ বানিয়ে করবে বড়াই

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

১৩.১ : এই যে একটা দোকানের জন্য একটা সফটওয়্যার বানানো হলো। সেটার বিভিন্ন ফিচার বানানোর কথা বলা হইলো। এইটার কতটুকু পারসেন্ট তুই বুঝতে পারছস।

১৩.২: তোকে যদি দোকানের মতো আরেকটা সফটওয়্যার বানাতে বলি। তুই কি সেটা বানাতে পারবি? খুবই সিম্পল একটা সফটওয়্যার। একদম দোকানের সফটওয়্যার এর মতো। কিন্তু অন্য কোন একটা জায়গার। সেটা বানাতে পারলে তুই কোন জায়গার জন্য সফটওয়্যার বানাতে পারবি।

১৩.৩: তোকে যে দোকানের সফটওয়্যারটা নিজে নিজে কোডিং করে প্রাকটিস করতে বলছিলাম। তুই কি কোডিং করে করে প্রাকটিস করছিলি? যদি করে থাকস তাহলে নিচে yes, I did it. লিখে কমেন্ট কর। আর যদি না করে থাকস, তাহলে "এখন প্যারার মধ্যে আছি, পরে করমু নে" লিখে কমেন্ট কর।