নিজে নিজে কর

চার্জার খোঁজাটাই একটা search অ্যালগরিদম

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

৮.১ : ধর, তোর খালাতো ভাই তমাল তার গার্লফ্রেন্ডসহ পালিয়ে গেছে। তমালের গার্লফ্রেন্ডের বাবা চৌধুরী সাহেব। তিনি বিশাল একটা দোনালা বন্দুক নিয়ে তোর খালার বাসায় আলটিমেটাম দিয়ে গেছেন, 24 ঘণ্টার মধ্যে লম্পট ছেলের হাত থেকে তার শান্তশিষ্ট মেয়েকে ফেরত না দিলে, সবাইকে ঠুস ঠুস করে মেরে ফেলবেন। ঘটনা শুনে তুই গেছস তোর খালাতো ভাই আর তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে। সে জন্য কই কই খুঁজতে যাওয়া উচিত সেই জায়গাগুলার নাম দিয়ে locations নামে একটা array ডিক্লেয়ার কর। তারপর for লুপ দিয়ে একটা সার্চ অ্যালগরিদম লিখ। যেই অ্যালগরিদম তোর locations নামক array-এর মধ্যে ফ্রেন্ডের বাসা (friendHouse) আছে কি না বলে দেবে।

৮.২ : কোন খাবারের হোটেলে কী কী ভর্তা আছে, সেটা vortas নামক array-এর মধ্যে লিখ। তারপর সেই array-এর মধ্যে শুঁটকি ভর্তা (shutkiVorta) কোন পজিশনে আছে, সেটা indexOf ব্যবহার করে বল।

৮.৩: অ্যালগরিদম কি জিনিস এটা কি খায় পিন্দে না মাথায় দেয়।