১১.১ : তোর নানিকে রুট বা মূলে রেখে একটা ট্রি আঁক। যেখানে তোর নানির নিচে থাকবে তোর আম্মু, খালারা ও মামারা। তারপর প্রত্যেক খালা, মামার নিচে তাদের ছেলেমেয়েদের নাম দিয়ে একটা ট্রি ডাটা স্ট্রাকচার আঁক।
১১.২: তোর ফ্রেন্ডদের মধ্যে কে কোন এলাকায় থাকে তা নিয়ে একটা ট্রি ডাটা স্ট্রাকচার এঁকে ফেল। তোর ট্রির একদম root-এর গোল্লায় লিখবি friends। তারপর root-এর গোল্লার নিচে এক একটা এলাকার নাম লিখবি। এক একটা এলাকার নামের নিচে সেই এলাকায় তোর যে যে ফ্রেন্ড আছে তাদের নাম লিখবি।
১১.৩: ট্রি ডাটা স্ট্রাকচার খায় পিন্দে না মাথায় দেয়।