সফটওয়্যার বানানো অনেকটা বিয়েবাড়িতে রান্না করার মতো
প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।
১২.১ : সোর্স কন্ট্রোল কী জিনিস? সোর্স কন্ট্রোল করে এমন একটা সফটওয়্যারের নাম বল।
১২.২ : কোনো একটা সফটওয়্যার বা ওয়েবসাইটের কয়টা স্তর থাকে। সেগুলার নাম কী কী?
১২.৩ : একটা একটা ফিচার ধরে একটু একটু করে সফটওয়্যার বানানোর প্রসেসকে কী বলে?