১০.১: ব্যাঙের কমন বৈশিষ্ট্য নিয়ে ব্যাঙ (Bang) নামে একটা কমন ক্লাস ডিক্লেয়ার কর।
১০.২ : ওপরের Bang ক্লাসকে extend করে কোলা ব্যাঙ (kolaBang) আর কুনো ব্যাঙ (kunoBang) নামে দুইটা ক্লাস ডিক্লেয়ার কর। কোলা ব্যাঙ পানিতে থাকে। মসৃন ত্বক, বর্ষাকালে প্রথম বৃষ্টি হলেই ডাক দেয়। কুনো ব্যাঙ ঘরের কোনায় থাকে। ত্বক খসখসে। (দরকার হলে গুগলে সার্চ দিয়ে কুনো ব্যাঙ আর কোলা ব্যাঙের প্রার্থক্য জেনে নিবি)
১০.৩ : এমন একটা কাজের নাম বল। যেটা যে করতে বলছে, তাকে সেটা কীভাবে করা হইছে বলা হয় না।