৯.১ : তোর পাঁচ সাবজেক্টের নম্বর দিয়ে result নামে একটা array ডিক্লেয়ার কর। তারপর সেই নম্বরগুলা selection sort দিয়ে sort করলে কোন স্টেপের পর কোন স্টেপ আসবে তা নিচে লিখ। দরকার হলে কাগজে এঁকেে ছবি তুলে এইখানে পোষ্ট কর।
৯.২ : মাসের কোন কোন দিন ডেট করা লাগবে, সেটা তোর গার্লফ্রেন্ড ছোট ছোট টুকরা কাগজে করে লিখে দিচ্ছে। সেখানে একটা করে তারিখ লেখা আছে। সে এই সিরিয়াল অনুসারে দিচ্ছে– 13, 2, 29, 6, 23 । এখন তোর কাজ হবে এই তারিখের টুকরা কাগজগুলা সিরিয়াল অনুসারে insert কর যাতে insertion sort হয়ে যায়। নিচে সেই insert sort সিরিয়াল করে লিখ। দরকার হলে কাগজে এঁকেে ছবি তুলে এইখানে পোষ্ট কর।
৯..৩: ৫ টা sorting অ্যালগরিদমের নাম লেখ। জাস্ট নাম লেখলেই হবে। নামগুলা মনে না থাকলে বই দেখে দেখে লেখ।