২.১ : দোকানে পরোটা ভাজার পর পরোটা কীভাবে রাখে খেয়াল করছস? দেখবি নতুন একটা ভাজা হইলে, আগে যেগুলা ভাজা হইছিল, সেগুলার ওপরে নতুন যেটা ভাজা হইছে সেটা রাখে। আবার পরোটা নেওয়ার সময় সবার ওপরে যেটা আছে সেটা আগে নেয়। এখন এই পরোটা ভেজে রাখা আর নেওয়ার সাথে কোনো ডাটা স্ট্রাকচারের গন্ধ খুঁজে পাচ্ছস? পেলে সেটা কী?
২.২ : তোর চারপাশ থেকে এমন একটা কিছু খুঁজে বের কর যেখানে সবার শেষে রাখলে সবার আগে নামানো হয়।
২.৩ : ছোট বা মাঝারি সাইজের ট্রাকে গরু উঠাইতে দেখছস? ধর একটা ছোট ট্রাকে এক সারি গরু রাখা যায়। এখন সেই ট্রাকে গরু ওঠানো আর নামানোর কথা চিন্তা কর। দেখবি যে গরুকে সবার লাস্টে ওঠানো হয়, তাকে সবার আগে নামানো হয়। এখন ট্রাকে গরু ওঠানোর জন্য গরুর ট্রাক (gorurTruck) নামে একটা স্ট্যাক ডিক্লেয়ার কর। সেটাতে তিনটা গরু push করে স্ট্যাকটাকে আউটপুট হিসেবে দেখা। তারপর একটা গরু নামিয়ে আবার আউটপুট হিসেবে দেখা।