৩.১ : চা-দোকানে যে আগে চা অর্ডার দেয় তাকে আগে চা বানিয়ে দেওয়া হয়। আর যে পরে চায়ে অর্ডার দেয় তাকে পরে চা বানিয়ে দেওয়া হয়। তাহলে বল, চা-দোকানে কোন পলিসি ফলো করা হয়?
৩.২: এমন একটা কাজ বা জায়গার নাম লেখ, যেখানে আগে আসলে আগে যাবে পলিসি অ্যাপ্লাই করা হয়।
৩.৩: এক পরিচালক গেছে সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী গানের মিউজিক ভিডিও বানাতে। শুটিং করতে গিয়ে দেখে লাউ নাই। বাধ্য হয়ে সে ঘোষণা দিছে, যে যে লাউ নিয়ে আসতে পারবে তাদের সবাইকে এক হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘোষণা শুনে লোকজন এদিক-ওদিক খুঁজে লাউ জোগাড় করে হাজির। এখন পরিচালক বসছে লাউয়ের বিনিময়ে টাকা দিতে। লাউ নিয়ে অনেকেই চলে আসায় সবাইকে লাইন করে দাঁড়িয়ে একজন একজন করে আসতে বলছে। এখন সেই পরিচালকের জন্য লাউ কিউ (lauQueue) নামে একটা কিউ ডাটা স্ট্রাকচার ডিক্লেয়ার কর। সেখানে 5 জনকে যোগ করে লাউ কিউ আউটপুট হিসেবে দেখা। তারপর সেখান থেকে একজনকে বের করে আবার আউটপুট হিসেবে দেখা।