৬.১ : একটা ডিকশেনারি ডিক্লেয়ার কর। যেটার নাম দিবি দাম (prices)। তারপর এই prices নামক ডিকশনারিতে তিনটা জিনিসের নাম এবং দাম key-value স্টাইলে যোগ কর।
৬.২ : বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়দের জার্সি নম্বরকে key আর তাদের নামকে value হিসেবে ব্যবহার করে খেলোয়াড় (players) নামে একটা ডিকশনারি ডিক্লেয়ার কর। তারপর পাঁচজন খেলোয়াড়ের জার্সি নম্বর আর নাম যোগ কর।
৬.৩ : কোন ফ্রেন্ডের কাছ থেকে কত টাকা ধার নিছস, এমন একটা ডিকশনারি লিখ। এখানে ফ্রেন্ডের নাম key হিসেবে ব্যবহার করবি আর কত টাকা ধার নিছস, সেটা value হিসেবে লিখবি।